জেলা

স্বচ্ছ ভাবে শিক্ষক নিয়োগের দাবিতে বালুরঘাটে বিক্ষোভ

এনএফবি,বালুরঘাটঃ

নতুন করে স্কুল সার্ভিস কমিশন এসএলটিএসটি নোটিফিকেশন প্রকাশের দাবির পাশাপাশি স্কুল গুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ বন্ধ ও স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি শিক্ষামন্ত্রীর জারি করা নির্দেশের কপির কাগজ পত্র পোড়ালো ওয়েস্ট বেঙ্গলএস এলএসটি ক্যানডিডেট এসোসিয়েশন।

আজ বালুরঘাট শহরে জেলার এই এসোসিয়েশনের সদস্যরা জমায়েত হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে আসে। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তাদের দাবির সমর্থনে বক্তব্য তুলে ধরে । তাদের দাবি অবিলম্বে নতুন নোটিফিকেশন ঘোষণা করতে হবে, এছাড়াও আগামী ডিসেম্বর মাসের মধ্যে স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। পাশাপাশি অবিলম্বে স্কুল গুলিতে অস্থায়ী শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে। এরপর বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর জারি করা নির্দেশের কপির কাগজ পত্র পুড়িয়ে তাদের ক্ষোভ জানান।

নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।