জেলা

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গঙ্গারামপুরে ধিক্কার মিছিল

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

রামপুরহাট গণহত্যা কাণ্ডের প্রতিবাদে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে গঙ্গারামপুরে ধিক্কার মিছিল ও পথ অবরোধ করলো CPI(M) গঙ্গারামপুর এরিয়া কমিটি।বুধবার সন্ধ্যায় গঙ্গারামপুর চৌপথি এলাকায় পথ অবরোধ করে সিপিআইএম কর্মীরা। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। বন্ধ হয়ে যায় ৫১২নং জাতীয় সড়কে যানচলাচল। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিন বিকেলে গঙ্গারামপুর চৌপথি এলাকা থেকে বের হয় মিছিল। এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। পরে চৌপথি এলাকায় পথ অবরোধ করে উপস্থিত সিপিআইএম (CPIM) কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস,গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক অচিন্ত্য চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রসঙ্গত বীরভূমের রামপুরহাট কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে সকল বিরোধী রাজনৈতিক দলগুলি। সেইমতো বুধবার গঙ্গারামপুর শহরজুড়ে ধিক্কার মিছিল ও পথ অবরোধ করে সিপিআইএম গঙ্গারামপুর এরিয়া কমিটি।