এনএফবি,মুর্শিদাবাদঃ
একাদশ শ্রেণীর অতিরিক্ত ভর্তির ফিজ নেওয়ার অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। সোমবার মুর্শিদাবাদের সাগরপাড়ার সাগরপাড়া হাই স্কুলে ঘটেছে ঘটনাটি। পড়ুয়াদের অভিযোগ, সরকারি নিয়মের বাইরে অতিরিক্ত ফিজ নেওয়া হচ্ছে। ঘটনার ঘন্টা দুয়েক পর স্কুল কতৃপক্ষ সরকারি তালিকা অনুযায়ী ফিজ নিতে স্বীকার করলে বিক্ষোভ অবরোধ তুলে নেই পড়ুয়ারা। স্বাভাবিক ছন্দে ফেরে স্কুল।