জেলা

লেনিনের জন্মদিবস উপলক্ষ্যে লোধা শবর শিশুদের পড়াশোনার সামগ্রী প্রদান

এনএফবি, ঝাড়গ্রামঃ

লেনিনের জন্মদিবস উপলক্ষ্যে লোধা শবর শিশুদের হাতে বই, খাতা, পেন, পেন্সিল তুলে দিলো রেড ভলেন্টিয়ার সদস্যরা । শুক্রবার ঝাড়গ্রাম শহরের কদমকানন এলাকায় প্রায় শতাধিক লোধা শবর শিশুর হাতে বই, খাতা, পেন ,পেন্সিল তুলে দেওয়া হয় । ঝাড়গ্রাম পুরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে কেবলমাত্র একটিমাত্র ওয়ার্ড কদমকানন এলাকার ১ নম্বর ওয়ার্ডে জয় যুক্ত হয়েছে সিপিআই । তাই এই ওয়ার্ডে সিপিআই-র সংগঠন রয়েছে । প্রতিবছর লেনিনের জন্মদিবস পালন করা হয় এই কদমকাননে ।

এদিন ,লেনিনের জন্মদিন উপলক্ষ্যে বই, খাতা ,পেন, পেন্সিল বিতরণের সময় রেড ভলেন্টিয়ারদের সঙ্গে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট সমাজ সেবিকারা । ঝাড়গ্রাম রেড ভলেন্টিয়ারের সক্রিয় সদস্য প্রতীক মৈত্র বলেন, আজ লেলিনের জন্মদিনের পাশাপাশি রেড ভলেন্টিয়ারের প্রতিষ্ঠা দিবস তাই এই দিন এখানকার ১৫০-র বেশি বাচ্চাদের হাতে বই,খাতা, পেন পেন্সিল তুলে দেওয়া হলো । এই এলাকার বাচ্চাদের পড়াশোনার জন্য সারা বছর ধরে যে পরিমাণ বই-খাতার প্রয়োজন তা আমরা সারা বছর ধরে তুলে দেবো । তিনি আরও বলেন , এরপর রেড ভলেন্টিয়ার ও শ্রমজীবী ক্যান্টিনের সদস্যরা ঝাড়গ্রাম ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড দেয়ার কর্মসূচি পালন করবেন ।