বেতনের দাবিতে বিক্ষোভ পাম্প অপারেটরদের

এনএফবি, আলিপুরদুয়ারঃ

পিএইচই পাম্প অপারেটররা গত তিন মাস থেকে বেতন পাচ্ছেন না। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার শতাধিক পাম্প অপারেটররা বৃহস্পতিবার আলিপুরদুয়ারে পিএইচই দফতরে বিক্ষোভ অবস্থান শুরু করেছে। অবিলম্বে বেতন না মেটালে লাগাতার কর্মবিরতি আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পাম্প অপারেটররা।

জানা গিয়েছে, ঠিকাদার সংস্থার মাধ্যমে এই সব পাম্প অপারেটররা নিয়োগ হয়েছেন। গ্রামেগঞ্জে এই সব পাম্প থেকেই পানীয় জল পান মানুষেরা। ঠিকাদার সংস্থা এদের বেতন আটকে দিয়েছে। বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করলেন পাম্প অপারেটররা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।