ফিচারস্থানীয়

ঝাড়গ্রামে দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার অজগর সাপ

এনএফবি, ঝাড়গ্রামঃ

গ্রামবাসী ও বনদপ্তরের দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় বিশালাকৃতির একটি অজগর সাপকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে।

মঙ্গলবার সকালে রামচন্দ্রপুরের আদিবাসী পাড়ায় একজনের বাড়িতে এই বিশালাকৃতির অজগর সাপটিকে দেখতে পায় গ্রামবাসীরা। সাপটি একটি মুরগি ধরে ফেলেছিল। সেই মুরগির চিৎকারেই গ্রামের লোক গিয়ে দেখে অজগর সাপটিকে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রাম সহ আশেপাশের গ্রামগুলোতে। সাপটি তখন পাশের ঝোপের একটি তাল গাছে উঠে পড়ে। এই বিশালাকৃতির অজগর সাপটিকে দেখতে ভিড় জমান এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদপ্তরকে। কিছুক্ষনের মধ্যেই বনদপ্তরের লোক আসে। কিন্তু সাপটিকে ধরতে গেলেই সাপটি এগাছ থেকে ওগাছে পালিয়ে যেতে থাকে।

নিজস্ব চিত্র

সাপটিকে কোনো মতেই ধরতে পারছিল না বনদপ্তরের লোকেরা। শেষে গ্রামবাসীরা উদ্ধার কাজে হাত লাগায়। দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় গ্রামবাসীরা সাপটিকে উদ্ধার করে। বনদপ্তর সূত্রে জানা যায়, সাপটি পূর্ন বয়স্ক সাপ। এবং তার উচ্চতা প্রায় ১০ফুট লম্বা।

YouTube player