ক্রীড়া

বল হাতে রেকর্ড গড়লেন রাবাডা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইপিএলের পর আন্তর্জাতিক মঞ্চেও সেরা ফর্ম অব্যাহত কাগিসো রাবাডার। ভারতের বিরুদ্ধে কটকের পিচে দ্বিতীয় টি টোয়েন্টিতে নতুন রেকর্ডের মালিক হলেন কাগিসো রাবাডা। তৃতীয় দক্ষিণ আফ্রিকান বোলার হিসাবে ক্রিকেটের তিন ফর্মাটেই ৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। আর তাতেই আপ্লুত দক্ষিণ আফ্রিকার স্পীড স্টার। এদিন ঋতুরাজ গায়কোয়াড়কে ফেরানোর পরই দক্ষিণ আফ্রিকার হয়ে এই নতুন রেকর্ড গড়লেন কাগিসো রাবাডা। তাঁর আগে রয়েছেন ডেল স্টেন এবং ইমরান তাহির।

এবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন কাগিসো রাবাডা। আইপিএলের মঞ্চেও বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। সেই ধারা এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ধরে রেখেছেন তিনি। রবিবার সেই ভারতের বিরুদ্ধেই নিজের মুকুটে নতুন পালক তুললেন কাগিসো রাবাডা। তৃতীয় প্রোটিয়ান বোলার হিসাবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এই মুহূর্তে বর্তমান দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসাবে তাঁরই রয়েছে তিন ফর্ম্যাটে ৫০টি উইকেট।