ক্যারাটেতে সোনা জিতল কোচবিহারের রাহুল
এনএফবি, কোচবিহারঃ
বিদেশে গিয়ে জেলার নাম উজ্জ্বল করলো কোচবিহারের যুবক। জানা গেছে, বাংলাদেশে আয়োজিত ক্যারেটে প্রতিযোগিতায় সোনাজয়ী কোচবিহার পুরসভার ২০নং ওয়ার্ডের বাসিন্দা রাহুল বাঁশফোড়। দুটি বিভাগের একটিতে সোনা এবং অপরটিতে ব্রোঞ্জ পদক লাভ করে রাহুল।
গত মাসের ৪ তারিখ রাহুল কোচবিহার থেকে বাংলাদেশে যান। সেখানে ক্যারাটের দুটি ইভেন্টে অংশ নেন। অন্য দেশে গিয়ে নিজের দেশের নাম উজ্জ্বল করে ফিরে আসেন।
রবিবার রাহুলকে সংবর্ধনা জানান স্থানীয় বিধায়ক বিধায়ক নিখিল রঞ্জন দে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।