ক্রীড়া

আইরিশ সফরে সুযোগ পাওয়া উচিত রাহুলের, জানালেন শাস্ত্রী

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইপিএলে ভালো পারফরমেন্স করেও দক্ষিণ আফ্রিকা সিরিজে সুযোগ না পেলেও আয়ারল্যান্ড সফরে সুযোগ পান ভারতের তরুণ ব্যাটার রাহুল ত্রিপাঠি। আর এবার রাহুলকে আইরিশ সফরে প্রথম একাদশে দেখার দাবি জানালেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। এদিন শাস্ত্রী এক সাক্ষাৎকারে জানান,”রাহুল যখন ক্রিজে নামেন, রানের গতি এগোতে শুরু করে। তিনি কখনোই বাইরের বলের দিকে এগোন না। তাঁর দুর্ধর্ষ শট নেওয়ার দক্ষতা যেমন রয়েছে তেমনই প্রতিপক্ষ থেকে সেই শিবিরের বোলারদের কখনোই ভয় পাননা রাহুল ত্রিপাঠি। তিনি দুরন্ত গতিতে রান এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঠিক রানরেট কেউ বজায় রাখেন। তিন নম্বর পজিশনে নেমেও যথেষ্ট ভাল খেলেন তিনি। একেবারে ঠিকঠাক রানরেট রেখেই দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতাও আছে ওর। ওকে প্রথম একাদশে খেলানো উচিত ভারতের।”
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবারের আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৪১৩ রান করেছেন রাহুল ত্রিপাঠি। সেইসঙ্গে রানরেটও বজায় রেখেছিলেন তিনি। অনেকেই আশা করেছিলেন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই হয়ত ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন তিনি। যদিও শেষপর্যন্ত তা হয়নি। কিন্তু আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে ডাক পেয়েছেন রাহুল ত্রিপাঠি। আগামী ২৬ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ম্যাচে নামতে চলেছে ভারত। সেখানেই রাহুল ত্রিপাঠির অভিষেক হয় কিনা এখন দেখার ।আয়ারল্যান্ডে দুই ম্যাচের টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে ডাবলিনে পৌঁছে গেছে ভারতীয় দল। হার্দিক পাণ্ডিয়া ভারতকে নেতৃত্ব দেবেন, হেড কোচ হিসেবে গিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। আগামী রবি ও মঙ্গলবার দুটি টি ২০ ম্যাচ রয়েছে। বিসিসিআই সূত্রে খবর, এরপর এই দলকেই পাঠানো হবে ইংল্যান্ডে। এমনকী হার্দিকের নেতৃত্বে দলের পারফরম্যান্স মাঠে বসে দেখবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আয়ারল্যান্ডে হার্দিক পাণ্ডিয়া কেমন নেতৃত্ব দেন সেদিকে নজর রাখবেন নির্বাচকরাও। উমরান মালিক, অর্শদীপ সিংয়ের অভিষেক হতে পারে বলেও খবর।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।