জেলা

কুড়মি জাতির রেল অবরোধের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধে জনজীবন বিপর্যস্ত

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

কুড়মি জাতিকে তফশিলী জনজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। গত মঙ্গলবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে কুড়মি সমাজের আন্দোলন। ৭৫ ঘণ্টা পরেও রেল অবরোধ অব্যাহত জেলায় জেলায়। আন্দোলনে অনড় কুড়মি সমাজ। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ডে চলছে আন্দোলন। কুড়মি – মাহাতোদের এস.টি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত করা ও সারনা ধর্মের সরকারি কোড চালু করা- মূলত এই তিন দাবিতে ছোটনাগপুর কুড়মি মাহাতো সমাজের পক্ষ থেকে অনির্দিষ্টকালীন এই অবরোধ আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে।

নিজস্ব চিত্র

এই দিকে, মঙ্গলবার রাতভর আন্দোলন চলার পর বুধবার সকাল থেকেও খড়্গপুর গ্রামীণের ৬ নং জাতীয় সড়ক অবরোধ করেন। শুক্রবার সকাল পর্যন্ত প্রায় জাতীয় সড়কের উপর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ট্রাককে। খেমাশুলি থেকে ডেবরা বাজার পর্যন্ত কার্যত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে। ফলে প্রায় ১০ জোড়া ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। কুড়মি জাতিকে তফশিলী জনজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি এবং কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তির দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাঁদের দাবি না মানা হলে আন্দোলন চলতেই থাকবে। এর ফলে চরম সমস্যায় পড়েছে যাত্রীরা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।