অর্থনীতিফিচার

ছাঁট মাল বিক্রি করে রেলের আয় বাড়ল ৮০ শতাংশ

এনএফবি, নিউজ ডেস্কঃ

করোনা কালে ছাঁট মাল বিক্রি করে পূর্ব রেলের আয় দু’শো কোটি টাকা ছাড়িয়ে গেল। যা গত বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি।

টিকিটের দাম না বাড়িয়ে অনান্য উপায়ে রেলের আয় বৃদ্ধির লক্ষ্যে রেলের বাতিল যন্ত্রাংশ টেন্ডারের মাধ্যমে বিক্রির সূচনা করেন প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। তাঁর দেখানো পথে রেলের এই আয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

ছাঁট মাল বিক্রির ফলে একদিকে যেমন রেলের আয় হচ্ছে অপরদিকে তেমনি কাজের জন্য জায়গা বৃদ্ধি পাচ্ছে। একইসাথে কমছে দুর্ঘটনার ঝুঁকিও। রেলের ট্র‍্যাক পর্যবেক্ষণের সময় এই বাতিল যন্ত্রাংশ থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। বৃহস্পতিবার এই বাতিল যন্ত্রাংশ থেকে রেলের আয় হয়েছে ৮ কোটি টাকা এবং এই বছরে এখনও পর্যন্ত মোট আয় ২০৩ কোটি টাকা। বিক্রি বৃদ্ধির পরিমাণ দেখে রেল বোর্ড প্রদত্ত ২৬৫ কোটি লক্ষ্যমাত্রা এই অর্থ বর্ষে পূর্ণ হয়ে যাবে বলেই আশা রেল কর্তাদের।