জয়ী রাজস্থান রয়্যালস

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

ফের বড় জয় রাজস্থান রয়্যালসের। শনিবার গুয়াহাটিতে তারা ৫৭ রানে হারাল দিল্লি ক্যাপিটালসকে। জস বাটলার (৫১ বলে ৭৯), যশস্বী জয়সওয়াল (৩১ বলে ৬০) ও শিমরন হেটমায়ারের (২১ বলে ৩৯) সৌজন্যে চার উইকেটে ১৯৯ রান তুলেছিল রাজস্থান। দিল্লির জার্সি গায়ে বাংলার মুকেশ কুমার ৩৬ রানে দু’উইকেট নেন। কিন্তু জবাবে ১৪২/৯-এর বেশি তুলতে পারেনি। অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৫৫ বলে ৬৫) ও ললিত যাদব (২৪ বলে ৩৮) ছাড়া কেউ যুজবেন্দ্র চাহল (৩/২৭), ট্রেন্ট বোল্ট (৩/২৯), রবিচন্দ্রন অশ্বিনদের (২/২৫) সামাল দিতে পারেননি।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।