রাজবংশী ছাত্রীকে পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগ

এনএফবি, কোচবিহারঃ

রাজবংশী ছাত্রীকে পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগ তুলে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দেব কুমার মুখ্যাপাধ্যায়কে অপসারণের দাবিতে তুললেন অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন।

তাদের অভিযোগ,পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী মানসী বর্মন একজন রাজবংশী জাতির মানুষ। তাকে নানা ভাবে অসহযোগিতা করে এবং চক্রান্ত করেন। আমরা চাই মানসী বর্মন যাতে পরীক্ষায় বসতে পারে সেই কারণ উচ্চ শিক্ষা পর্ষদের কাছে আবেদন করি।

পাশাপাশি, তারা দাবি করেন, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দেব কুমার মুখ্যাপাধ্যায় কলকাতা কেন্দ্রিক মানুষ হয়ে আমাদের জনজাতির উপর অন্যায় অত্যাচার করছেন। এখানকার জনজাতির ছাত্র ছাত্রীদের শিক্ষা থেকে পিছের রাখতে চাইছেন। তাই তিনি মানসী বর্মনকে পরীক্ষায় বসতে দিচ্ছেন না। মেয়াদ উত্তীর্ণ ভিসিকে অবিলম্বে অপসারণ করার দাবি জানান অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিক বর্মন।

উল্লেখ্য, গতকাল মানসী বর্মন নামে এক ছাত্রী পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মানসী বর্মনকে এবার পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কারণ সে বিশ্ববিদ্যালয়ে ঠিক মতো আসতো না। তার উপস্থিতির হার খুবই কম। সেই কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবেনা বলে জানা গেছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *