ক্রীড়া

ভারতের সঙ্গে অন্যরকম টুর্নামেন্ট খেলার প্রস্তাব রামিজের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতের সঙ্গে সিরিজ হবে না একপ্রকার আশা ছেড়ে দিয়ে ভারতের সঙ্গে চার দেশিয় টুর্নামেন্ট করার প্রস্তাব দিলেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। এক সাক্ষাৎকারে রামিজ বলেন,”একটা নতুন ভাবে টুর্নামেন্ট আয়োজন করার ভাবনা আছে আমার। কূটনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ এই মুহূর্তে সম্ভব নয়। তাই প্রত্যেক বছর এই ৪ দলকে নিয়ে কোয়াড্র্যাঙ্গুলার টি-২০ সিরিজ করার প্রস্তাব দেব আইসিসিকে। এমনিতেও দ্বিপাক্ষিক সিরিজের পক্ষপাতী আমি নই। তিন বা চার দলের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হলে তাতে টুর্নামেন্টের আকর্ষণ যেরকম বাড়বে, তেমনই প্রতিযোগিতার মানও অনেক উন্নতি হবে। একই সঙ্গে এই চার ক্রিকেট বোর্ড আর্থিক ভাবেও আরও লাভের মুখ দেখবে।” তবে তাঁর এই প্রস্তাব কতটা বাস্তবসম্মত হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ আইসিসি বা এসইসির কোনও টুর্নামেন্ট ছাড়া অন্য কোনও টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া এই মুহূর্তে সম্ভব নয়। শেষবার গত বছর টি২০ বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়। সেখানে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত।