স্থানীয়

বিরল প্রজাতির মাছ উদ্ধার, চাঞ্চল্য

এনএফবি, গঙ্গারামপুরঃ

বিরল প্রজাতির মাছ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কাদিঘাট এলাকায়।

এদিন উদ্ধার হওয়া বিরল প্রজাতির মাছটিকে দেখতে ভিড় জমায় উৎসুক মানুষজন। জানা গেছে উদ্ধার হওয়া মাছটির নাম বাকস।মাছটির উচ্চতা প্রায় ৪ ফুট।সচরাচর এই মাছ দেখা যায় না বললেই চলে। স্থানীয় সূত্রে খবর ওই এলাকার বাসিন্দা রামপ্রসাদ বিশ্বাস ,প্রতিদিনের মতো সোমবার রাতেও বাড়ির পাশে ব্রাহ্মণী নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে।মঙ্গলবার সকালে জাল তুলতে গিয়ে বিশাল আকার ওই মাছটি নজরে আসে তার।বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। উদ্ধার হওয়া মাছটিকে দেখতে ভিড় জমায় বহু মানুষজন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।