ক্রীড়া

কেকেআর ম্যাচে নজির রশিদের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইপিএলের দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসাবে আইপিএলে ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন রশিদ খান । রশিদ শনিবার কেকেআর ম্যাচে ষোড়শ ক্রিকেটার ও চতুর্থ বিদেশি প্লেয়ার হিসাবে আইপিএলে উইকেটের সেঞ্চুরি করলেন।

এদিন মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। শনিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত ৮ রানে হারিয়ে দিয়েছে শ্রেয়স আইয়ারের কেকেআরকে।

এই ম্যাচে গুজরাতের ভাইস-ক্যাপ্টেন রশিদ ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে দিতেই ম্যাজিক ফিগার স্পর্শ করে ফেলেন। রশিদ আইপিএলে অমিত মিশ্রর সঙ্গে যুগ্মভাবে দ্রুততম ১০০ উইকেট নেওয়া স্পিনার হিসাবে নিজের নাম লিখিয়ে নিলেন। অমিত-রশিদ দু’জনেই ৮৩ তম আইপিএলে ১০০ উইকেট পেলেন। যুজবেন্দ্র চাহাল ৮৪ ম্যাচে ও নারিন ৮৬ ম্যাচে এই রেকর্ড করেছিলেন। আইপিএলে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গার। কেরিয়ারের ৭০ তম আইপিএল ম্যাচে মালিঙ্গা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এই রেকর্ড করেন।