বিপদ বুঝে প্রেমিককে ফেলে চম্পট গৃহবধূ প্রেমিকার

এনএফবি, আলিপুরদুয়ারঃ

কথায় আছে প্রেমে আর যুদ্ধে সবই ন্যায্য। নতুন প্রণয়ের সম্পর্কের টানে স্বামী, সন্তান বৈবাহিক সম্পর্ককে দূরে সরিয়ে রেখে নতুন ভালবাসার ঘর বাঁধতে রওনা হয়েছিলেন এক গৃহবধূ। ফালাকাটার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাবুরহাট সাইনবোর্ড এলাকার এই ঘটনা যেকোনও ফিল্মের চিত্রনাট্যেকেও হার মানিয়ে দিতে পারে।

জানা গিয়েছে, ফেসবুকের মাধ্যমে তাদের সম্পর্ক। তার টানে দুজনেই চলে এলো ফালাকাটায়। এলাকাবাসীরা ধরে পুলিশের হাতে তুলে দিল। আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ির ছেলে এবং ফালাকাটার ক্ষীরেরকোটের সন্তানের মায়ের সাথে ফেসবুকের মাধ্যমে হয় প্রেম হয় দুই জনের। সেই টানে দু’জনে সিদ্ধান্ত নেয় যে একই সাথে থাকবে এবং পালিয়ে যাবে সে জন্যই ফালাকাটার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাবুরহাট সাইনবোর্ড এলাকায় তারা আসেন। তাদের দু’জনেকে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। তাদেরকে ধরে ফেলে পুলিশকে খবর দেওয়া হয়। এদিকে ওই মহিলাটি সেখান সুযোগ বুঝে পালিয়ে যায় বলে খবর।

এলাকাবাসীরা ওই ছেলেটিকে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।