জেলা

মাল নদীতে উদ্ধারকারী রিয়েল হিরোদের সংবর্ধনা

এনএফবি, জলপাইগুড়িঃ

জীবন বিপন্ন করে প্রাণ বাঁচানো চার প্রকৃত নায়ক (রিয়েল হিরো)-কে সংবর্ধনা জানালো গ্রীণ জলপাইগুড়ি।
তেশিমলার মহম্মদ মানিক, শালবাড়ির তরিফুল ইসলাম ও ফরিদুল ইসলাম, সোনগাছির মনোজ মুন্ডা বুধবার মাল নদীতে হড়পা ভেসে যাওয়া মানুষদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। প্রায় ৪০জন মানুষকে উদ্ধার করেছেন এই চারজন।

YouTube player

প্রসঙ্গত, বুধবার বিসর্জন চলাকালীন মাল নদীতে হঠাৎ হড়পা বান চলে আসায় আটকে পড়ে বিসর্জনের গাড়ি। ভেসে যায় বিসর্জন দিতে আসা বহু লোকজন। নদীতে তলিয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। ঘটনায় জখম হয়েছেন প্রায় ১৪ জন। আহত প্রত্যেকেই বর্তমানে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই দ্রুত প্রশাসনের উদ্যোগে আর্থমুভার নামিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।