রাজ্য

লাল সতর্কতা জারি জলপাইগুড়িতে

এনএফবি,জলপাইগুড়িঃ

জলপাইগুড়ি এবং সিকিম পাহাড়ে লাগাতার বর্ষণে সমতলে ফুসছে তিস্তা। ব্যারেজ থেকে ছাড়া হলো জল। কেন্দ্রীয় জল আয়োগের নজরদারি শুরু, জলপাইগুড়িতে জারি লাল সংকেত।

গত কয়েক দিন থেকে সিকিম এবং জলপাইগুড়িতে লাগাতার বৃষ্টির ফলে এই মুহূর্তে সমতলের জনবসতি গুলোতে নতুন করে বন্যার চোখরাঙানি শুরু হয়েছে।
ইতিমধ্যেই সিকিম থেকে উৎপত্তি তিস্তা নদীর অববাহিকার দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসুরক্ষিত এলাকায় লাল এবং সুরক্ষিত জলপাইগুড়ি শহর এলাকা-সহ নদীতে হলুদ সংকেত দেখানো হয়েছে উত্তরবঙ্গ বন্যা নিয়ন্ত্রণ কার্যালয়ের পক্ষ থেকে।
একদিকে সিকিম এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি-সহ প্রায় সব স্থানেই ভারী বৃষ্টিপাত।

অপরদিকে তিস্তা বারেজ থেকে অতিরিক্ত জল ছেড়ে দেওয়া এই দুই মিলিয়ে যে কোনো সময়ে তিস্তা পাড়ে দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। কারণ ইতিমধ্যেই গাজোলডোবায় অবস্থিত তিস্তা বারেজ থেকে ২ হাজার ১৬৮ কিউসেক জল ছাড়া হয়েছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।