আন্তর্জাতিকফিচার

কিয়েভে রেড অ্যালার্ট জারি, দেশ ছেড়েছে ১০ লক্ষ ইউক্রেনীয়

এনএফবি, নিউজ ডেস্কঃ

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে মরিয়া রুশ সেনা। আজ বৃহস্পতিবার সকালেই ফের কিয়েভে গোলাবর্ষণ হয়। এরপরেই এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশেপাশের শেল্টারে আশ্রয় নিতে বলা হয়েছে।

এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হতেই দেশ ছাড়ছে ইউক্রেনীয় বাসিন্দারা। রাষ্ট্রসংঘের রিফিউজি কমিশনার ফিলিপো গ্রান্ডি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর বিগত এক সপ্তাহে কমপক্ষে ১০ লক্ষের বেশি ইউক্রেনের বাসিন্দা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন।