ক্রীড়া

রেফারিদের কর্মশালা বালুরঘাটে

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

জেলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামে রেফারিদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। যেখানে কলকাতা থেকে আগত বিশিষ্ট রেফারিরা ফুটবল খেলার বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে আগত রেফারিদের অবগত করান। বিশ্ব ফুটবলে প্রতিমুহূর্তে নিয়মকানুন বদলে যাচ্ছে আর সেই নতুন নতুন নিয়ম পালন সম্পর্কে রেফারিদের অবগত করতেই এই কর্মশালা বলে জানা গেছে। এখানে ৪২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। যেখানে ৩০ জন পুরুষ এবং ১২ জন মহিলা রেফারি অংশগ্রহণ করে। জেলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে রেফারি অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।