আইএসএলে চালু হচ্ছে অবনমন
অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ভালো খবর ভারতীয় ফুটবলের জন্য। ভারতের এক নম্বর ফুটবল লিগ আইএসএলে চালু হচ্ছে অবনমন।ভারতীয় ফুটবলের পরিস্থিতি খতিয়ে দেখতে ফিফা এবং এশিয়ান ফুটবল সংস্থার কর্তারা এসেছেন সম্প্রতি। শুধু ফেডারেশনের সঙ্গেই বৈঠক নয়, দেশের ফুটবলের অন্যান্য অংশীদারদের সঙ্গেও বৈঠক হচ্ছে ফিফা, এএফসির প্রতিনিধিদের। মহামেডান থেকে রাজধানীতে এই বৈঠকে হাজির হয়েছিলেন ইনভেস্টর কর্তা দীপক কুমার সিং। তিনিই টুইটারে জানিয়ে দিলেন, ফিফা এবং এএফসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর আপাতত আসন্ন মরশুম থেকে আইলিগ এবং আইএসএলে যে প্রমোশন এবং রেলিগেশন চালু হয়ে যাচ্ছে, তা নিশ্চিত।তবে কোন বছর থেকে অবনমন আইএসএলে চালু হবে সেটা এখনও জানা যায়নি। কয়েকমাস আগে ফেডারেশন সচিব কুশল দাস জানিয়েছিলেন যে ২০২৩-২৪ মরশুম থেকে আইএসএলে অবনমন চালু হবে। কিন্তু ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনে পাঠিয়েছে। সেই কারণে এই বছর থেকেই আইএসএলে এই নিয়ম চালু হওয়ার সম্ভবনা প্রবল।এই নিয়ম চালু হলে আই লিগ চ্যাম্পিয়ন উঠে আসবে আইএসএলে। তেমনই আইএসএলের পয়েন্ট টেবলে শেষে থাকা দল নেমে যাবে আই লিগে। এই অবনমন প্রক্রিয়া চালু হওয়ার কথা ছিল ২০২০ থেকেই। তবে করোনার কারণে স্থগিত ছিল। সম্প্রতি সর্ব ভারতীয় ফুটবল সংস্থার অন্তর্কলহও সামনে এসেছে। নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্কে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বিচারপতি কুরেশির তত্ত্বাবধানে নতুন কমিটি ভারতীয় ফুটবল দেখছে। এএফসি, ফিফার সঙ্গে ভারতীয় ফুটবলের নতুন রূপরেখা তৈরি হচ্ছে। তারই অংশ এই বড় সিদ্ধান্ত। প্রসঙ্গত ২০১৪ থেকে ভারতীয় ফুটবলে চলছে এই কর্পোরেট টুর্নামেন্ট।
Massive news for #IndianFootball! Had a super impressive meeting with the representatives of @FIFAcom & @theafcdotcom today. The promotion-relegation process has now been officially confirmed from this season in @ILeagueOfficial & @IndSuperLeague! Super happy, excited & relieved. pic.twitter.com/R6dnNs4ihV
— Dipak Kumar Singh (@dipaklamb) June 23, 2022
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।