ফিচারস্থানীয়

তপনে জ্যোতি স্মরণ

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

আজ ৮ জুলাই পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিন। এই জন্মদিন পালনে বড় কর্মসূচি নিয়েছে সিপিএম। সেই কর্মসূচিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিভিন্ন ব্লকে সাড়ম্বরে পালিত হচ্ছে প্রয়াত বাম নেতা জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিন। এর পাশাপাশি তপন এরিয়া কমিটির সমস্ত শাখা অফিসে জননেতা জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিবস পালন করা হল।

দেশের বাম রাজনীতিতে তাঁর সমতূল্য নেতা এখনও বিরল। শুক্রবার সেই কিংবদন্তী নেতা জ্যোতি বসুর ১০৯তম জন্মদিনে তাঁর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছে দল। দলের পক্ষ থেকে ট্যুইটারে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়, “জ্যোতি বসু সিপিআই(এম), বাম আন্দোলন এবং ভারতের একজন মহান নেতা ছিলেন। সত্তর বছরের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড তাঁকে দেশের সবচেয়ে বিশিষ্ট বাম নেতা হিসেবে চিহ্নিত করেছে।”

নিজস্ব চিত্র

আজকে তপনে দলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ‍্য কমিটির সদস‍্য নন্দলাল হাজরা ও এরিয়া সম্পাদক দিলীপ বিশ্বাস ও এরিয়া কমিটির সদস‍্যরা।