পানীয় জল সরবরাহ বন্ধ, সমস্যায় বালুরঘাটের বাসিন্দারা

এনএফবি, বালুরঘাটঃ

পানীয় জল সরবরাহ বন্ধ, বিপাকে বাসিন্দারা। প্রায় তিনদিন ধরে বালুরঘাট পুরসভার ১ ও ২ নং জোন অর্থাৎ শহরের পায় ১০ -১২টি ওয়ার্ডের বাসিন্দারা জল পাচ্ছে না। পুরসভা সূত্রে জানা গেছে, বালুরঘাট শহরের গীতাঞ্জলি এলাকায় মাটির নিচে পানীয় জলের পাইপ লাইনে সমস্যা হওয়ার কারনে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এমনকি পাইপ ফেটে ওই এলাকার কিছু বাড়িতে জল ঢুকে পড়ছে।
জানা গেছে, বালুরঘাট পুরসভার ১ ও ২ নম্বর জোনের মধ্যে ১৮-২৫ নং ওয়ার্ড রয়েছে। এই বিস্তীর্ণ এলাকায় জল মিলছে না।

স্থানীয় বাসিন্দা কল্পনা দাস বলেন, প্রায় তিন দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে বাড়ি থেকে দূর গিয়ে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে।

টেলিফোনে পানীয় জলের দায়িত্ব থাকা বালুরঘাট পুরসভার এমসিআইসি অনোজ সরকার জানান, ওই এলাকায় ব্রীজের মেরামতি করা পাইপে সমস্যা হয়েছে। দ্রুত মেরামত করে পানীয় জল সরবরাহ শুরু হবে।বুধবার সকাল থেকে জল সরবরাহও হচ্ছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।