এনএফবি, বালুরঘাটঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে একটি পরিচিত রেস্টুরেন্টের মালিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ।
জানা গেছে, বালুরঘাট শহরের গোল্ডেন পার্ক নামে ঐ রেস্টুরেন্টের মালিক সন্দীপ কর্মকার গতকাল রাতে বাড়িতে না ফিরে রেস্টুরেন্টের ভিতরেই শুয়ে ছিলেন। আজ সকালে কর্মচারীরা এসে মালিককে ডাকাডাকি করার পরেও কোন সাড়া শব্দ না পাওয়ায় রেস্টুরেন্টের শাটার ভেঙে ঘরের ভেতর থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে। এরপর ওই ব্যক্তিকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কিভাবে মৃত্যু হয়েছে তা জানতে আজ বালুরঘাট পুলিশ মর্গে দেহের ময়না তদন্ত করা হচ্ছে।
তবে ঠিক কি কারণে ঐ ব্যক্তি আত্মঘাতী হয়েছেন তা বলতে পারেনি তার পরিবারের লোকজন।