প্রাথমিক টেটের ফল প্রকাশ
এনএফবি, কলকাতাঃ
প্রকাশিত হল প্রাথমিক টেটের ফল। ২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১ সালের ৩১ জানুয়ারি পরীক্ষা গ্রহণ করা হয়। ১১ মাসের মধ্যে মাথায় সোমবার এই পরীক্ষার ফল ঘোষণা করল পর্ষদ।
আগেই পর্ষদের ওয়েবসাইটে ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয়েছিল। চূড়ান্ত ফল প্রকাশের আগে ড্রাফটও প্রকাশ করা হয়। প্রায় ৩ হাজার মতামত জমা পড়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদে। সব মতামত বিশেষজ্ঞদের দ্বারা বিচার করা হয়। এরপরই চূড়ান্ত ফল ঘোষণা করা হল। ছাত্র ছাত্রীদের রোল নম্বর ও জন্মের তারিখ দিয়ে সার্চ করলেই জানা যাবে ফলাফল।
ফল দেখা যাবে যে দুটি ওয়েবসাইটে। সেই ওয়েবসাইট দু’টি হল
http://wbbprimaryeducation.org
[:en] [:]