রাজ্য

সংশোধিত ভোটার তালিকা প্রকাশ, রাজ্যে বাড়ল নতুন ভোটারের হার

এনএফবি, কলকাতাঃ

বুধবার প্রকাশিত হল ২০২২ সালের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা। প্রকাশিত তালিকা অনুযায়ী এই বছর রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৮১০ জন। যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৯৮ হাজার ৮৯৭জন। পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৮ লক্ষ ৩৫১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৬৪২জন। জানা গিয়েছে প্রকাশিত তালিকা থেকে বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ১৭৮ টি নাম। নির্বাচন কমিশন জানিয়েছে, ভুল বশত যদি কারোর নাম বাদ পড়ে তবে তারা কমিশনের টোল-ফ্রি নম্বরে ফোন করে জানালে তাদের নাম দ্রুত তালিকায় আপডেট করা হবে।

অন্যদিকে নতুন ভোটার সংখ্যা ১.১২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২.৩৮ শতাংশ। অর্থাৎ প্রায় দশ লক্ষের মত বেশি ভোটার বেড়েছে এবার। তবে যাদের ভোটার তালিকায় নাম ওঠেনি রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন নিরবিচ্ছিন্নভাবে ভোটার তালিকায় নাম সংযোজন বিয়োজনের কাজ চলবে।