ক্রীড়া

ঋদ্ধি রাজনীতির শিকার, বলছেন কিরমানি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

শুধুমাত্র বয়সের কারণে দেশের এক নম্বর উইকেট কিপার হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কা সিরিজের দলে রাখা হবে না বাংলার ঋদ্ধিমান সাহাকে, এমনই বার্তা ঋদ্ধিকে দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। এই খবর ছড়িয়ে পড়তেই ঋদ্ধির কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে যায়। এই বিষয়ে বিস্ফোরক ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন উইকেটকিপার সৈয়দ কিরমানি। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “তোমাকে বাদ পড়তে হবে কারণ তুমি কোনো নিদিষ্ট গ্রুপে নেই ভারতীয় দলে। ঋদ্ধি রাজীনীতির শিকার হচ্ছে। আমি ঋদ্ধিকে একজন দারুন উইকেটকিপার হিসেবে মনে রাখতে চাই।” এরপরেই কিরমানি যোগ করেন, “ঋষভ পন্থ আক্রমণ নির্ভর ব্যাট করছে বলে ওকে দলে নেওয়া হচ্ছে। কিন্তু ঋদ্ধি এই বয়সে এসেও দেশের সেরা কিপার। তাই ওকে বাদ দেওয়ার পদ্ধতি ভালো নয়। দীনেশ কার্তিক ও পার্থিব প্যাটেলকেও একইরকম খারাপভাবে বাদ দেওয়া হয়।” ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে ঋদ্ধিমান সাহাকে জানিয়ে দেওয়া হয়েছে তাঁকে আর টেস্ট দলের জন্য বিবেচনা করা হবে না। জল্পনার আগুনে ঘি পড়ে ঋদ্ধি বাংলার রঞ্জি স্কোর্য়াড থেকে নিজেকে সরিয়ে নেওয়ায়। এমন খবরও ছড়িয়ে পড়ে যে, ঋদ্ধিমান সাহা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। ঋদ্ধিমান নিজেকে এখনও জাতীয় দলের অংশ মনে করছেন। তাই দলে থাকতে প্রোটোকল মেনেই টিম ম্যানেজমেন্টের তরফে সত্যিই কোনও বার্তা দেওয়া হয়েছে কিনা, সেবিষয়ে মুখ খোলেননি। তবে এটা স্পষ্ট জানিয়ে দেন যে, দল বাছার দায়িত্ব নির্বাচকদের। যতক্ষণ না শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা হচ্ছে, ততক্ষণ লোকেরা কী বলছেন, তা নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই তাঁর। বরাবর দল ঘোষণার পরেই প্রস্তুতি শুরু করেন। এবারও সেরকমই ইচ্ছে রয়েছে তাঁর। ঋদ্ধিমান টেস্ট দল থেকে বাদ পড়ার বার্তা পেয়েই সিএবিকে রঞ্জি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন। ফলে তাঁরা ভারতীয় দলের দীর্ঘ সময়ের সৈনিক থাকলেও সেরা সময় পেরিয়ে এসেছেন বলেই মনে করছেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। রঞ্জি ট্রফি না খেলা প্রসঙ্গে ঋদ্ধি জানান, তিনি সিএবিকে জানিয়েছেন ব্যক্তিগত কারণে এবার রঞ্জি ট্রফি খেলবেন না। অর্থাৎ তিনি কখনই বলেননি আর কোনওদিন খেলবেন না। আর অবসরের গুজব নিয়ে ঋদ্ধির দাবি, “কেউ যখন ভালো খেলে এবং চূড়ান্ত ফিট থাকে, তখন কি কেউ অবসর নিতে চায়!”