ক্রীড়া

বাবরকে সরিয়ে টি২০ শীর্ষে রিজওয়ান

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন মহম্মদ রিজওয়ান। এশিয়া কাপ চলার মাঝেই আইসিসির তরফ থেকে পেয়ে গেলেন আসল পুরষ্কারটা। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে সরিয়ে টি টোয়েন্টিতে আইসিসির ক্রম তালিকায় শীর্ষস্থানে পৌঁছলেন মহম্মদ রিজওয়ান। গত ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তারই পুরষ্কার পেলেন এবার। চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর ৪৮ ঘন্টার মধ্যেই আইসিসির টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক নম্বরে নিজের জায়গা করে ফেললেন এই তারকা ক্রিকেটার।

সুপার ফোরের প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচে ভারতকে হারানোর পাকিস্তানের প্রধান কারিগরই ছিলেন মহম্মদ রিজওয়ান। তিনি একাই করেছিলেন সেই ম্যাচে ৭১ রান। লড়াইটা চললেও, রিজওয়ানের সেই ইনিংসটাই যে পাকিস্তানের জয়ের রাস্তাটা গড়ে দিয়ে এসেছিল তা বলার অপেক্ষা রাখে না। চোট নিয়েও একটা অসাধারণ লড়াই চালিয়েছিলেন রিজওয়ান। ম্যাচের সেরাতো হয়েই ছিলেন। এবার আইসিসির টি টোয়েন্টি ক্রম তালিকাতেও শীর্ষে উঠে এলেন তিনি।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।