স্থানীয়

বাঁধ নির্মাণের দাবিতে পথ অবরোধ তমলুকে

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার ধলহরা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলহরা ও মথুরী এই দুটি গ্রামের পাশে রয়েছে রূপনারায়ণ নদীর বাঁধ, ইয়াশ ঝড়ের সময় নদীর জল সেচের ফলে এই বাঁধ ভেঙে কয়েকশো বাড়ি জলের তলায় ডুবে যায় ৷ এর কিছুদিন পর জল নামলে পরিবারের লোক জনের বাড়ি ফিরে এলেও বাঁধ মেরামতি না হওয়ার ফলে প্রতি কোটালে নদীর জল বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও এলাকা জলে প্লাবিত হয়। ফলে সমস্যায় পড়েন এলাকা বাসিন্দারা।

জানা গেছে ,সরকারি দপ্তরের বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো ফল না হওয়ার কারণে মঙ্গলবার সকালে তমলুক কোলাঘাট রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ৷ পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা। পথ অবরোধের ফলে সৃষ্টি হয় যানজটের। ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ ৷

চন্ডীচরণ মন্ডল, স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র

এদিন ,পুলিশ গিয়ে এলাকা পরিদর্শন করেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান হওয়ার আশ্বাস দিলে এলাকা বাসীরা পথ অবরোধ তুলে নেন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।