জেলা

হড়পা বানে ভেসে গেছে রাস্তা, চলছে ঝুঁকির চলাচল

এনএফবি,আলিপুরদুয়ারঃ

ভারত-ভুটান সীমান্ত জয়গাঁ ঝর্ণাবস্তি এলাকায় ঝর্ণা ঝোরার জলে হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে গেল এলাকার রাস্তা। ভেঙে পড়ার মুখে এলাকার পাঁচটি বাড়ি। এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। জীবনের ঝুঁকি নিয়ে ঝোরার পাশ দিয়েই চলছে চলাচল। জয়গাঁ শহর শুরু হয় ঝর্না বস্তি এলাকা থেকে। শহরের সূচনাপ্রান্তে এমন ঘটনা ঘটতে থাকায় দুশ্চিন্তায় এলাকাবাসীরা।

স্থানীয়দের মতে, প্রায় পনেরো দিন ধরে ভুটান পাহাড় থেকে জল এসে ক্ষতিগ্রস্ত করছে এলাকা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সাহায্য বলে অভিযোগ এলাকাবাসীদের। ঝোরার জল বেড়েছে জেনেও তার পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসীরা।ভিটেমাটি হারানোর ভয় জাঁকিয়ে বসেছে তাদের মনে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।