ক্রীড়া

পাকিস্তানের বিরুদ্ধে নেমে ধোনির রেকর্ড ভাঙলেন রোহিত

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নেমে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ থেকে এই নিয়ে টি-২০ বিশ্বকাপে ৩৪তম ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের সুপার-১২ পর্বে তিনি মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন। ধোনি ৩৩টি ম্যাচ খেলেছেন। এরপর একে একে রয়েছেন যুবরাজ সিং (৩১), সুরেশ রায়না (২৬) এবং রবীন্দ্র জাদেজা (২২)। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সেরা পাঁচজনের তালিকায় এঁরাই রয়েছেন। হিটম্যানের আগে শুধু পাকিস্তানের শাহিদ আফ্রিদি তিনিও ৩৪ ম্যাচ খেলেছেন আর শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশাণ ৩৫ ম্যাচ খেলেছেন। তারা দুজনই অবসর নিয়েছেন তাই তাঁদের রেকর্ডও হিটম্যান খুব তাড়াতাড়ি ভাঙবেন সেটা বলাই যায়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।