ক্রীড়া

শতরানের হার রোহিত ব্রিগেডের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ওভালে ১০ উইকেটে জেতার দু’দিন পরেই লর্ডসে ১০০ রানে হারল টিম ইন্ডিয়া। ২৪ রানে ছ’উইকেট নিয়ে রোহিত শর্মাদের কার্যত একাই ভাঙলেন বাঁ-হাতি পেসার রিস টপলি। যা একদিনের ক্রিকেটে কোনও ইংরেজ বোলারের সেরা পারফরম্যান্স।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে। এবার টিম ইন্ডিয়ার সামনে হাতছানি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও জয় নিশ্চিত করার। ওভালে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ১০ উইকেটে ব্রিটিশদের হারায় রোহিত শর্মারা। তবে দ্বিতীয় ম্যাচে ভারত আত্মসমর্পণ করে ব্রিটিশদের কাছে। ফলে সিরিজ ১-১ সমতায় দাঁড়িয়ে যায়। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচটি ফাইনালের রূপ নেয়।

ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৬ রানেই শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার ইনিংস। হার্দিক পাণ্ড্য (২৯), রবীন্দ্র জাদেজা (২৯), সূর্যকুমার যাদব (২৭) ও মহম্মদ শামি (২৩) কিছুটা লড়াই করেছেন। তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১। রবিবার সিরিজের নির্ণায়ক ম্যাচ ওল্ড ট্র‍্যাফোর্ডে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।