সব ঘেঁটে গেল বলছেন রোহিত, অহংকারেই এই হার বাখ্যা শাস্ত্রীর
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়াকে নিজেদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার স্বপ্ন সফল হলো না ভারতের। প্রথম দুই টেস্টে জিতেও ইন্দোরে নাথন লিওদের স্পিন ছোবলে ঘায়েল হতে হলো টিম ইন্ডিয়াকে। ৯ উইকেটে হার। ফলে পরের আহমেদাবাদ টেস্ট কার্যত ডু অর ডাই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হলে এই টেস্ট জিততেই হবে রোহিতদের।
ম্যাচ হেরে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানালেন, “আমাদের শুরুটা একদম ভাল হয়নি। প্রথম ইনিংসে ভাল ব্যাট করতে পারিনি আমরা। এই পিচে ৮০-৯০ রানের লিড অনেক বেশি। আমরা জানতাম, লড়াইয়ে থাকতে হলে দ্বিতীয় ইনিংসে ভাল খেলতে হবে। কিন্তু সেটাও পারলাম না। সব ঘেঁটে গেল। আমাদের একটা বিষয় বুঝতে হবে যে পিচ যেমনই হোক না কেন, ভাল না খেললে জেতা যাবে না। কঠিন পিচে খেললে একটু সাহস দেখাতে হয়। রান করার জন্য ভাল পরিকল্পনা করতে হয়। তার পরে সেই পরিকল্পনা অনুযায়ী খেলতে হয়। সেটাই আমরা করতে পারিনি। তাই হারতে হয়েছে।তবে আমাদের আত্মবিশ্বাস আছে আহমেদাবাদ টেস্ট জিততে পারবো।”

এদিকে রাহুল দ্রাবিডের ভারতীয় দলকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। ভারতের হারের পরে শাস্ত্রী জানাচ্ছেন, এটাকেই বলে অতিরিক্ত আত্মবিশ্বাস আত্মতুষ্টির ফলে এগুলো ঘটে। ওরা প্রথম ইনিংসে যেই শটগুলো খেলেছে সেটা থেকে প্রমাণ যে ওরা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। অশ্বিন দ্বিতীয় ইনিংসে একদম ভালো বল করেনি।” এরসঙ্গে যুক্ত হয়েছে বিরাট কোহলির টানা ব্যর্থতা।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।