অবসর নিতে পারেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

ফুটবল থেকেই অবসর নিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! বড়সড় মন্তব্য করে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার। চলতি বছর মরক্কোর বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে পর্তুগালের। তার উপর ম্যান ইউ থেকেও ছাঁটাই করা হয়েছে পর্তুগালের অন্যতম সেরা ফুটবলারকে। তবে কি এবার ফুটবল থেকেই অবসর নিতে চলেছেন পর্তুগীজ মহাতারকা!

বিশ্বকাপে বিশেষ সক্রিয় ভুমিকায় দেখা যায়নি রোনাল্ডোকে। উপরন্তু নিজেকে শুধরে নেওয়ার মতো সময়ও তাঁকে দেওয়া হয়নি। বলা ভাল, দেননি পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্তোস। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও রোনাল্ডোর কাছে অতীত। ইংল্যান্ডের বিখ্যাত ক্লাবটির কোচের সঙ্গে মতবিরোধ রয়েছে রোনাল্ডোর। বিশ্বকাপের আসরে আসার আগেই তা স্পষ্ট করে দিয়েছেন সিআরসেভেন। তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে বলেই জানিয়েছেন তিনি।

সম্প্রতি সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে রোনাল্ডোর নাম জুড়তে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু তা আর হচ্ছে না। সৌদির ক্লাবটি সরাসরি রোনাল্ডোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। বর্তমানে চেলসি ও স্পোর্টিং সিপি’র কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডিস। তবে সূত্রে জানা গিয়েছে, ৩৭ বছর বয়সের রোনাল্ডোকে দলে নিতে আগ্রহী নয় চেলসি। স্পোর্টিং সিপি সিআরসেভেন’কে নেওয়ার জন্য আগ্রহী থাকলেও তাঁর মূল্য দিতে গিয়ে কাল ঘাম ছুটে যেতে পারে তাদের। তা হলে কি এবার সত্যিই ফুটবল থেকে অবসর নেবেন রোনাল্ডো? এই প্রসঙ্গে প্রাক্তন ম্যান ইউ ফুটবলার প্যাত্রীস ইভরা বলেন, “রোনাল্ডোর ইচ্ছে ছিল বিশ্বকাপ জেতার। কিন্তু সেটা হল না। ম্যান ইউ’ও ছেড়ে দিল ও। উপরন্তু ওর বয়স বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ও ফুটবল থেকে অবসর নিলেও আমি অবাক হবো না।”

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।