জেলা

[:en]সঙ্কটে গোলাপ চাষীরা, শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমির ফুল[:]

[:en]

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

সমস্যায় ফুল চাষীরা। শুকিয়ে যাচ্ছে বাগানের পর বাগানের গোলাপ ফুল। জেলার পাঁশকুড়া, কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লকে বাণিজ্যিক ভাবে চাষ হয় গোলাপ ফুলের। বছর তিনেক ধরে পাঁশকুড়া ব্লক এলাকার গোলাপ চাষিরা চরম সঙ্কটে। মূলত ছত্রাক ঘটিত সমস্যার কারনে বিঘের পর বিঘে গোলাপের জমি ফুল আসার মুহূর্তেই শুকিয়ে নষ্ট হয় যাচ্ছে। পাশাপাশি গোলাপ গাছের ডালটিও শুকিয়ে ঢলে পড়ছে। বর্তমান সময়ে যখন গোলাপের মরশুম ঠিক সেই সময় লক্ষ লক্ষ টাকার গোলাপ প্রতিনিয়ত নষ্টের মুখে।

চাষিদের কথায়, তারা বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন ওষুধ দিলেও কোন কাজ হয়নি। কী কারণে এই সমস্যা তা নিয়েও ধোঁয়াশায় চাষীরা। কৃষি দফতরের বিশেষজ্ঞদের মতে,
ছত্রাক ঘটিত সমস্যার কারণেই ঘটছে এই সমস্যা।

পাঁশকুড়া ব্লকের কেশাপাট মাইসোরা, মহৎপুর, পূর্ব গুড়তলা-সহ একাধিক এলাকায় গোলাপের জমি বিগত দু’বছর আগেও এই সমস্যার মধ্যে পড়ে ছিল। এ বছরও একই ভাবে এই ছত্রাকঘটিত সমস্যায় পড়েছেন কয়েক’শো গোলাপ চাষি। যার ফলে কৃষকেরা চরম ক্ষতির মুখে এই মুহুর্তে।

[:]