ছেলেবেলার স্মৃতিতে ফিরলেন শচীন
অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
স্মৃতির সরণি বেয়ে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকার পৌঁছে গেলেন নিজের ছোটবেলায়। সেই ছোটবেলায় যখন তিনি বাড়ি থেকে ৩১৫ নম্বর বাস ধরে রামেশ্বর গাদকারী চকে নামতেন শিবাজী পার্কে। রমাকান্ত আচরেকার এর কাছে ক্রিকেট কোচিং নিতে। আজ সেই বাসে আরেকবার গিয়ে ফিরে দেখলেন ছেলেবেলাকে।