ক্রীড়া

বিশ্বকাপে নেই সাদিও মানে

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

ফের তারকার ছিটকে যাওয়ার ছবি দেখলো কাতার। এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে।

বায়ার্নের বিরুদ্ধে লিগের ম্যাচে মাঠে নেমে শুরুতেই চোট পেয়েছিলেন মানে। হাঁটুতে চোট পান। মাঠেই তৎক্ষণাৎ হাঁটু মুড়ে বসে পড়েন। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর সংবাদ মাধ্যমে জানানো হয়, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মানেকে। তখনও বিশ্বকাপের আরও ১১ দিন বাকি ছিল। পরে আরও একটি টেস্ট করা হয়। সেখানেও ভাল খবর পাননি চিকিৎসকরা। তবু তাঁকে রেখেই দল ঘোষণা করেছিলেন সেনেগালের হয়ে ২০০২ বিশ্বকাপ খেলা কোচ সিসে। সেনেগাল দলের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “দুর্ভাগ্যবশত আজকের এমআরআই রিপোর্ট অনুযায়ী, মানের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া যতটা দ্রুত হবে ভেবেছিলাম ততটা হয়নি। বিশ্বকাপের দল থেকে তাঁর নাম প্রত্যাহার করতে হচ্ছে।”

এর আগে ভাবা হয়েছিল, মানে দলের দ্বিতীয় ম্যাচ থেকে খেলতে পারবেন। কিন্তু সেটা আর হচ্ছে না। কাতার বিশ্বকাপ থেকে চোটের কারণে এরই মধ্যে অনেক বড় নাম ছিটকে গিয়েছে। ফ্রান্সের পল পোগবা, জার্মানির টিমো ওয়ার্নার, পর্তুগালের দিয়াগো জোটারা।