স্থানীয়

বন্ধ হয়েছে বেতন, বিক্ষোভ তৃণমূল সংগঠনের

এনএফবি, জলপাইগুড়িঃ

দীর্ঘদিন পিএইচই দপ্তরের ভাল্ব অপারেটরের কাজ করার পর আচমকাই বন্ধ হয়েছে বেতন। ঠিকাদারি সেই সংস্থার কর্মীর হয়েই এবারে বিক্ষোভ দেখালো তৃণমূল সমর্থিত সংগঠন।

জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে থাকা মন্ডল ঘাট অঞ্চলের পাম্প স্টেশনে দীর্ঘদিন ভাল্ব অপারেটরের কাজ করেছেন প্রহ্লাদ সরকার। তার অভিযোগ, দীর্ঘ দু’বছর কাজ করার পর গত সাত,আট মাস থেকে বেতন বন্ধ করে দেওয়া হয়েছে তার।

অপরদিকে তৃণমূল সমর্থিত আইএনটিটিইউসি ইউনিয়নের অন্তর্ভুক্ত পিএইচই, কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে প্রহ্লাদ সরকারের বিষয়টি নিয়ে মঙ্গলবার দপ্তরে আসেন ইউনিয়নের জেলা সভাপতি সুভাষ চক্রবর্তী। তিনি জানান জলপাইগুড়ি পিএইচই অফিসটি একটি ঘুঘুর বাসা।