এনএফবি কলকাতাঃ
আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আজ এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর হয়েছে।
স্বাস্থ্য ভবনসূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে অপরাধমূলক কাজের তদন্ত চলার কারনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন কোনও রকম বিরূপ প্রভাব এড়ানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আর্থিক দুর্নীতি মামলায় ধৃত আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ৪ জনকে ১০–ই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। সন্দীপ ঘোষ ও অন্য তিনজন—ভেন্ডার বিপ্লব সিং, ভেন্ডার সুমন হাজরা এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আফসার আলি—তাদের বর্তমানে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতেই রাখা হয়েছে। আজ আলিপুর আদালতে তাদের তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষজন তাকে লক্ষ্য করে চোর চোর শ্লোগান দিতে থাকে। আদালত থেকে বের হওয়ার সময় আইনজীবীরাও বিক্ষোভ প্রদর্শন করেন।
স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তা জানান, “দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান কার্যকর এবং দৃঢ়। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ পাওয়া গিয়েছে। তাই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
স্বাস্থ্য ভবনের এই পদক্ষেপ রাজ্যের স্বাস্থ্যে বিভিন্ন মহলে সেই আলোচনা সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলবে বলে জানা গেছে।