ক্রীড়া

চিন্তা লাল হলুদে, অনুশীলনের তৃতীয় দিনেই চোট পেলেন স্বার্থক

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

ইস্টবেঙ্গলের অনুশীলনের তৃতীয় দিনেই খারাপ খবর। অনুশীলন করতে গিয়ে চোট পেলেন স্বার্থক গোলই। এরপরে আর অনুশীলন করেননি। চোট কতটা গুরুতর এম আর আইয়ের রিপোর্ট পেলে তবেই জানা যাবে। তবে লাল হলুদের চিন্তা যে বাড়লো সেটা বলাই যায়। একইসঙ্গে প্রশ্ন উঠল ইস্টবেঙ্গল মাঠ নিয়েও। নতুন কোচ স্টিফেন কনস্টাটাইন ইস্টবেঙ্গল মাঠ নিয়ে কিছু না বললেও এই মাঠ আদৌ কতটা নিরাপদ সেটা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছেই।

তিন বছরের জন্য স্বার্থককে দলে নেন ইস্টবেঙ্গল কর্তারা । মোহনবাগানের হয়ে পেশাদার ফুটবল শুরু করলেও পুনে সিটি এফসি, মুম্বই এফসি, বেঙ্গালুরু এফসি হয়ে ফের কলকাতায় ফিরলেন সার্থক । গত মরশুমে খুব বেশি খেলার সুযোগ পাননি বাঙালি এই ডিফেন্ডার । গত মরশুমে মাত্র তিনটি ম্যাচে খেলেছেন । গোটা মরশুমে মাঠে ছিলেন মাত্র ৪৯ মিনিট । বেঙ্গালুরু এফসিতে যোগ দেওয়ার আগে কিছুদিন ইস্টবেঙ্গল দলে ছিলেন তিনি ।দারুণ ভাল ক্রস করার ক্ষমতা রয়েছে সার্থকের । ২০১৯-২০মরশুমে মুম্বই সিটি এফসি-র হয়ে দারুণ ছন্দে ছিলেন সার্থক । স্বার্থকের চোট থেকে সেরে ওঠার অপেক্ষায় ইস্টবেঙ্গল ভক্তরা। এদিকে ক্লাবের নতুন কোম্পানি ইমামি-ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরসে ক্লাবের তরফে তিন জন থাকবেন। ক্লাবের তরফে নতুন কোম্পানির এই তিন বোর্ড অফ ডিরেক্টরসের নাম ঠিক হয়েছে। যে তালিকায় রয়েছেন সহ-সচিব রূপক সাহা, হিসাবরক্ষক সদানন্দ মুখোপাধ্যায় ও দেবব্রত সরকার। জানা গিয়েছে দুতরফেই এক জন করে বিখ্যাত সদস্য থাকবেন। সেই জায়গায় থাকবেন ক্লাবের সভাপতি ডা.প্রণব দাসগুপ্ত।আগামী ৯ অগাস্ট বোর্ড মিটিং হবে সেখানে শেয়ার বন্টন হবে।। ইমামির কাছে থাকবে ৭৭ আর ক্লাবের কাছে থাকবে ২৩। এদিকে আগামী ১৭ আগস্ট ক্লাবের সংগ্রহশালা উদ্বোধন করতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।