অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
‘এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরি‘ তে দেখানো হয় ধোনি ও সাক্ষীর প্রেমকাহিনী। কিন্তু সাক্ষী জানান কী করে ধোনির সঙ্গে তার আলাপ হয়। সাক্ষী এক সাক্ষাৎকারে জানান, “সিনেমা ও আসল জীবনের সঙ্গে কোনো কিছু মিলিয়ে ফেলা ঠিক নয়। অনেক কিছু লোক টানার জন্য এখানে দেখানো হয়। এটা ঠিক আমি ধোনি কে চিনতাম না সচিন, সৌরভ, দ্রাবিড়কে চিনতাম। পরে মা বলল ওর পরিচয়। ওর কখনও অতো বড়ো চুল ছিল না। কিন্তু ধোনি মানুষ হিসেবে খুব ভালো ছিল। এখনও একই আছে।”