জেলা

কৌশলে মহুয়া প্রসঙ্গ এড়ালেন সায়নী

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি ভবনে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগদেন রাজ্য যুবনেত্রী সায়নী ঘোষ। এদিন তিনি জানান, গণতন্ত্রে সবার যেমন বাক স্বাধীনতা আছে ঠিক তেমনি কারো কথা যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে সেটাও নিশ্চিত করতে হবে। মঞ্চে উপবিষ্ট জেলা সভাপতি সুজয় হাজরা,বিধায়ক অজিত মাইতি, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ এক ঝাঁক জেলা নেতৃত্বের মাঝে মা কালী নিয়ে সাংসদ মহুয়া মৈত্রর করা মন্তব্যের প্রেক্ষিতে তিনি জানান , এটা ওনার মত এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।
এর পাশাপাশি তিনি জানান , জনপ্রতিনিধি দের বেশ কিছু অনুশাসন মেনে চলা উচিত। এমন কিছু মন্তব্য করা উচিত নয় যা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে বিজেপিকে এক হাত নেন রাজ্য যুব নেত্রী সায়নী ঘোষ।

সায়নী ঘোষ। তৃণমূল যুব নেত্রী

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।