ক্রীড়া

ডার্বির আগে চার গোলের মালা পরলো এসসি ইস্টবেঙ্গল।

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সদ্য প্রয়াত প্রাক্তন কোচ সুভাষ ভৌমিকের উদ্দেশ্য ম্যাচর আগে শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করে এসসি ইস্টবেঙ্গল। কালো ব্যাচ পরেও মাঠে নামে। কিন্তু সুভাষ কে আসল উপহার টা দিতে পারলো কই শতবর্ষ’র ক্লাব! যে সুভাষ জয় ছাড়া কিছু ভাবতে পারতেন না, তার প্রয়াণের প্রথম ম্যাচেই হায়দ্রাবাদ এফসি’র বিরুদ্ধে চার গোল হজম করে মাঠ ছাড়লো লাল হলুদ ব্রিগেড।

আরও পড়ুনঃদলের নাম প্রকাশ সঞ্জীব গোয়েঙ্কার

নিভে গেল মশাল। ম্যাচের শুরুতে ২১ মিনিটেই প্রথম গোল খায় এসসি ইস্টবেঙ্গল। শৌভিক চক্রবর্তীর কর্ণার থেকে হেড করেছিলেন ওগবেচে। বল লাল-হলুদ গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের সামনে ড্রপ খেয়ে গোলে ঢুকে যায়। দ্বিতীয় গোল বিরতির দু’মিনিট আগে। এ বার লাল-হলুদ ডিফেন্ডারদের হেলায় কাটিয়ে গোল করেন ওগবেচে। পরের মিনিটেই তৃতীয় গোল। এ বার অনিকেত যাদব ব্যবধান বাড়ান। প্রথমার্ধে তিন গোল খাওয়ার পরে দ্বিতীয়াধে ৭৪ মিনিটে বক্সের বাইরে থেকে শটে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ওগবেচে। ৮৪ মিনিটের মাথায় লাল-হলুদের ব্রাজিলিয় মার্সেলো হায়দ্রাবাদ বক্সে ঢুকেও কিছুই করতে পারেননি, বেশ নিষ্প্রভ লাগলো তাকে। শাস্তি কাটিয়ে উঠে পেরোনোভিচকেও ম্যাচে পাওয়া গেলো না। আরও গোল খেতে পারতো, তবে গোলকিপার অরিন্দম ভট্টাচাৰ্যর দক্ষতায় সেটা সম্ভব হয়নি। ডার্বির আগে এই হারে স্বাভাবিক ভাবে বিধ্বস্ত লাল হলুদ ব্রিগেড। আগামী শনিবার ডার্বি। গত ডার্বিতে হার হয়েছিল, এই ডার্বিতে খোঁচা খাওয়া বাঘের মত ইস্টবেঙ্গল ফিরতে পারে কিনা সেদিকেই নজর।

আরও পড়ুনঃ রোহিতকে টেস্ট অধিনায়ক করার পক্ষে শাস্ত্রী