ফিচাররাজ্য

নাকখত কান্ডে আদালতে গোপন জবানবন্দি মহিলাদের, আলোচনা কমিশনের সঙ্গেও

এনএফবি, বালুরঘাটঃ

বিজেপিতে গিয়ে নাকখত দিয়ে তৃণমূলে ফেরা আদিবাসী মহিলাদের সোমবার বালুরঘাট আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে নিয়ে আসে পুলিশ। এরপর তাদের কলকাতা থেকে আসা রাজ্য মহিলা কমিশনের সদস্যদের সামনে উপস্থিত করা হয়।

এর আগে তারা আজ সকালে বালুরঘাটে এলেও তাদের দেখা না মেলায় সার্কিট হাউসে বসে থাকেন। বিকেলের পর আদালতে ওই মহিলাদের জবানবন্দির কাজ শেষ হলে তাদের সার্কিট হাউসে নিয়ে আসা হয়।

মহিলা কমিশনের চেয়ারপার্সন ওই মহিলাদের সঙ্গে কথা বলেন বলে জানান কমিশনের প্রতিনিধি দলের এক সদস্যা। একইসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানান, ওই মহিলাদের আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তবে ওই মহিলাদের সঙ্গে আলোচনার বিষয় বস্তু গোপনীয় বলেই জানান কমিশনের সদস্যা।

পড়ুনঃ নাকখত ঘটনার পর জেলা সভাপতি বদল