এনএফবি, বালুরঘাটঃ
নাবালিকাকে জোর করে পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় সাজা ঘোষণা করল বালুরঘাট জেলা আদালত । দোষী সাব্যস্ত সৈদুর মিয়াঁকে ৩৪১ এবং ৩৫৪ ধারায় সাজা শুনিয়েছেন বিচারক । শুক্রবার বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্ত্তী জানিয়েছেন, ৩৪১ ধারায় ৫০০ টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক এবং ৩৫৪ ধারায় ২ বছর সশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ।
জানাগেছে, তপন থানায় এই ঘটনা নিয়ে ২০০৮ সালের জুলাই মাসের ২৭ তারিখে এক মহিলা অভিযোগ করেছিলেন । তাঁর নাবালিকা মেয়েকে সন্ধ্যা নাগাদ এলাকার এক ব্যক্তি সৈদুর মিয়াঁ পাট ক্ষেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে । সেই ঘটনায় অতিরিক্ত জেলা দায়রা স্পেশাল কোর্টে বিচার চলে । এদিন তার সাজা শুনিয়েছেন বিচারক ।