স্থানীয়

অতিবৃষ্টিতে জলমগ্ন কেশপুরের একাধিক ব্লক, ক্ষতির মুখে ফসল

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

গত দুই দিনের বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর কলাগ্রাম অঞ্চলের ভীমপুর,রঘুনাথপুর, কানপুর, ভাগলশড়া, গাইঘাটা, তেতুলিয়া সহ একাধিক গ্রাম ৷কার্যত বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ৷ ইতিমধ্যেই বেশ কয়েক বিঘা জমির ফসল জলের তলায় ৷ পাশাপাশি আমন ধানের চারা জলের তলায়, যার ফলে কার্যত মাথায় হাত এলাকার চাষিদের ৷ রবিবার এমনই চিত্র উঠে এলো ৷

নিজস্ব চিত্র

স্থানীয় এক চাষি জানান, প্রত্যেক বছর বর্ষা এলেই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় এলাকা জুড়ে ৷ ফলে কৃষি জমিতে সেই সময় যা ফসল থাকে জলে ডুবে নষ্ট হয়ে যায়।

নিজস্ব চিত্র

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।