জেলা

রুমানাকে ইলিশ উপহার শাহরিয়ার

এনএফবি, মুর্শিদাবাদঃ

বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে আসেন বাংলাদেশ সরকারের বিদেশমন্ত্রী শাহরিয়ার আলম ৷ কান্দি রাজ কলেজের অধ্যক্ষের আমন্ত্রণেই তিনি এদিন কান্দি শহরে আসেন বলে জানা যায় ৷

বীরভূম থেকে তিনি সড়ক পথে এসে পৌঁছোন কান্দিতে ৷ রাজ কলেজে এসে ভাষা আন্দোলনের নেতা আবুল বরকতের মূর্তিতে মাল্যদান করেন এবং কলেজ চত্ত্বর পরিদর্শন করেন ৷ কলেজ চত্ত্বর পরিদর্শনের পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলেজের শিক্ষাগত পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন ।

এরপর শাহরিয়ার ২০২১ সালের পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী রুমানা সুলতানার বাড়ি যান এবং সেখানে তিনি রুমানা সুলতানা কে সম্বর্ধনা জানান ৷ পাশাপাশি রুমানা সুলতানার পরিবারের হাতে বাংলাদেশের ইলিশ তুলে দেন তিনি ৷

এই সফরের কারণে বৃহস্পতিবার কান্দি মহকুমা শহরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাটো।