রাজ্যলেটেস্ট

মন্ত্রীসভায় দায়িত্ব বৃদ্ধি শশীর, হ্রাস ববির

এনএফবি, কলকাতাঃ

মমতার মন্ত্রীসভায় ঘটলো রদবদল।পঞ্চায়েত-গ্রামোন্নয়ন মন্ত্রী হলেন প্রদীপ মজুমদার। সেচ ও জলপথ মন্ত্রী হলেন পার্থ ভৌমিক। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মৎস্য প্রতিমন্ত্রী হলেন বিপ্লব রায় চৌধুরী। ক্ষুদ্র-মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। শিক্ষা প্রতিমন্ত্রী হলেন সত্যজিৎ বর্মন। দায়িত্ব বাড়লো বীরবাহা হাঁসদার। বন দফতরের সঙ্গে স্বনির্ভর-স্বনিযুক্তি গোষ্ঠীর প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা।

পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রী পদে অপসারণের পর সবারই নজর ছিল কে হবে শিল্পমন্ত্রী! অবশেষে নারী শিশুকল্যাণের সঙ্গে শিল্প-বাণিজ্য মন্ত্রী হলেন শশী পাঁজা। দায়িত্ব কাটছাঁট হল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। তাঁর কাছ থেকে পরিবহণ ও আবাসন দফতর কেড়ে নেওয়া হল। পরিবহণ দফতরের মন্ত্রীপদে আসীন হলেন স্নেহাশিস চক্রবর্তী। আবাসন দফতর পেলেন অরুণ বিশ্বাস। পরিষদীয় মন্ত্রী হলেন শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যের তথ্য প্রযুক্তি ও পর্যটন মন্ত্রী হলেন বিজেপি দলের সাংসদ পদ ত্যাগ করে আসা বাবুল সুপ্রিয়।

একনজরে মন্ত্রীপদঃ

পরিবহণ মন্ত্রীঃ স্নেহাশিস চক্রবর্তী
পরিষদীয় মন্ত্রীঃ শোভনদেব চট্টোপাধ্যায়
শিল্পমন্ত্রীঃ শশী পাঁজা
তথ্য প্রযুক্তি ও পর্যটন মন্ত্রীঃ বাবুল সুপ্রিয়
শিক্ষা প্রতিমন্ত্রীঃ সত্যজিৎ বর্মন
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীঃ প্রদীপ মজুমদার
সেচ ও জলপথ মন্ত্রীঃ পার্থ ভৌমিক
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মৎস্য প্রতিমন্ত্রীঃ বিপ্লব রায়চৌধুরী
ক্ষুদ্র-মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রীঃ তাজমুল হোসেন
বন দফতরের সঙ্গে স্বনির্ভর-স্বনিযুক্তি গোষ্ঠীর স্বাধীন
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীঃ বীরবাহা হাঁসদা
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীঃ উদয়ন গুহ

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।