ক্রীড়া

হার্দিকের পারফরমেন্স দেখে উচ্ছ্বসিত শাস্ত্রী

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

কয়েকদিন আগেই হার্দিক পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন রবি শাস্ত্রী। হার্দিক পান্ডিয়া না থাকলে এই ভারতীয় দলে যে ভারসাম্য থাকবে না সেই কথা শোনা গিয়েছিল রবি শাস্ত্রীর মুখে। পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে ফের সকলের মন জিতে নিয়েছেন ৷সেই তালিকায় রয়েছেন খোদ রবি শাস্ত্রীও। হার্দিক পান্ডিয়াকে এই মুহূর্তে সেরা অল রাউন্ডার হিসাবেই মনে করছেন রবি শাস্ত্রী। ভারতের সাফল্যের রাস্তায় এগোতে তাঁর মতো পাওয়ার ক্রিকেটারকেই প্রয়োজন বলে মনে করছেন তিনি।আর সেই পারফরম্যান্স দেখার পরি হার্দিককে সেরা অল রাউন্ডারের তকমা দিচ্ছেন রবি শাস্ত্রী। তিনি টুইট করে লিখেছেন, “ভারতকে ফিনিশ লাইনে পৌঁছে দেওয়ার জন্য এমন একজন পাওয়ার অল রাউন্ডারেরই দরকার ছিল। হার্দিক পান্ডিয়া সত্যিই সেরা”।

পাকিস্তানের বিরুদ্ধে তিনি যখন মাঠে আসেন সেই সময় চার উইকেট খুইয়ে কার্যত ভারতীয় দল চাপের মধ্যেই ছিলেন। সেই সময় থেকে রবীন্দ্র জাদেজার সঙ্গে ম্যাচের হাল ধরেন তিনি। সময় যত এগোতে থাকে, হার্দিকের ব্যাট ততই ভয়ানক হয়ে উঠে থাকে। ক্রমশ পাল্টা চাপ পাকিস্তান বোলারদের দিকে দিতে শুরু করেন তিনি। রবীন্দ্র জাদেজার সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এই তারকা ক্রিকেটার ৷ আর শেষ দুই ওভারে তাঁর আক্রমণাত্মক পারফরম্যান্স ছিল দেখার মতো ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।